1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ভাবনা - সংবাদ এইসময়
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিল্কিওয়েতে সাদা নক্ষত্রের অদ্ভুত আচরণে বিস্মিত বিজ্ঞানীরা মদ বিক্রেতা ও পানকারীদের প্রতি ইসলামের কঠোর বার্তা শ্রীবরদীর ভেলুয়া বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর গণভোট বিষয়ে জনসচেতনতা সভা অনুষ্ঠিত সাভার স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচন ও গণভোট নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ হবে না : রিজওয়ানা বাগমারায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা দোয়া মাহফিল রোয়াংছড়িতে এনসিপি’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। আমাদের বেতনের টাকা আসে স্পন্সর ও আইসিসি থেকে: মিরাজ ভূমিকম্পে কেঁপে উঠল ই/সরায়েল ফটিকছড়িতে মনোনয়ন ফিরে পেলেন রবিউল হাসান তানজিম

প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে ফ্রিল্যান্সারদের ভাবনা

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মোশারফ হোসেন

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করতে তরুণ ফ্রিল্যান্সাররা আজ দেশের অন্যতম প্রধান শক্তি। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে দক্ষতার সঙ্গে কাজ করে তারা যেমন বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তেমনি বৈশ্বিক প্ল্যাটফর্মে দেশের প্রযুক্তিগত সক্ষমতাকে তুলে ধরছেন। তবে উন্নতির এই যাত্রায় কিছু বাস্তব চ্যালেঞ্জ রয়েছে, যা তুলে ধরেছেন দুজন সফল ফ্রিল্যান্সার।

কুমিল্লার চৌদ্দগ্রামের ফ্রিল্যান্সার মোশারফ হোসেন। তিনি বলেন, সরকার যদি পেপাল বা সমমানের আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে চালু করতে পারে, তাহলে ফ্রিল্যান্সারদের পেমেন্ট আনা হবে অনেক সহজ, দ্রুত এবং ঝুঁকিমুক্ত। এতে করে বাংলাদেশের ফ্রিল্যান্সিং আউটপুট আরো কয়েকগুণ বাড়বে।

তিনি আরো বলেন, দেশের তরুণদের বর্তমানে এই সেক্টরে আসার আগ্রহ অনেক রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে সঠিক মেন্টরশিপ না পাওয়া। সরকার কোটি কোটি টাকা ব্যয় করে ফ্রিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিলেও অনেক ক্ষেত্রে দক্ষ প্রশিক্ষক না থাকায় সেই প্রকল্পগুলো কার্যকর হচ্ছে না। যদি অভিজ্ঞ ফ্রিল্যান্সারদের দিয়ে প্রশিক্ষণ প্রোগ্রামগুলো পরিচালনা করা যায়, তাহলে দেশের আইটি খাত অনেক বেশি শক্তিশালী হবে। ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ফ্রিল্যান্সিং খাতে সবচেয়ে বড় পরিবর্তন আসবে দক্ষতা ও প্রযুক্তির ব্যবহারে। এআই, অটোমেশন ও ডেটা-ড্রিভেন স্কিল যারা শিখবেন, তারাই বাজারে নেতৃত্ব দেবেন।

পাশাপাশি যারা শুধু সার্ভিস দেবেন না, নিজস্ব ব্র্যান্ড ও এজেন্সি তৈরি করবেন, তারাই ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবেন। পার্বত্য খাগড়াছড়ির ফ্রিল্যান্সার ও সিইও, খলিল আইটির মো. ইব্রাহিম খলিল। তিনি বলেন, তরুণদের প্রযুক্তি দক্ষতা গড়ে তুলতে পরিবারের দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরই প্রথম আগ্রহের জায়গা, সেখানেই শৃঙ্খলা, লক্ষ্য এবং ভবিষ্যৎ গড়ার ভিত্তি তৈরি হয়। বাবা-মা যখন সন্তানকে বোঝান যে আইটি ক্যারিয়ারের ভবিষ্যৎ উজ্জ্বল, তখন তাদের শেখার আগ্রহ অনেকগুণ বেড়ে যায়।

চাইলেই তারা সন্তানদের যেকোনো আইটি ক্যারিয়ার সেমিনারে অংশ নেওয়ার সুযোগ, মানসিক সাপোর্ট এবং নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবস্থাও দিতে পারেন। এতে তরুণরা বাস্তব জ্ঞান পায় এবং নিজের পথ নিয়ে আরো আত্মবিশ্বাসী হয়। ফ্রিল্যান্সিং বিষয়ে তিনি বলেন, আজকের বিশ্ববাজারে ফ্রিল্যান্সিং শুধু অতিরিক্ত আয়ের পথ নয় এটি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার। পৃথিবীর যেকোনো দেশের ক্লায়েন্টের সঙ্গে ঘরে বসে কাজ করার সুযোগ তরুণদের সামনে বিশাল দিগন্ত খুলে দেয়। যদি তরুণরা সময়মতো দক্ষতা অর্জন করে, তাহলে তারা শুধু নিজের ক্যারিয়ারই বদলাতে পারবে না দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট