কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি নওগাঁঃ
দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে জেলার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ অফিসার (ভারপ্রাপ্ত) গৌরাংগ কুমার তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) জয়ব্রত পাল, নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন। অনুষ্ঠানে বক্তারা দেশীয় প্রজাতির বিভিন্ন প্রাণী পালনের জন্য আহ্বান জানিয়ে বলেন দেশীয় প্রজাতির প্রাণী আধুনিক প্রযুক্তির মাধ্যমে পালনে অধিক লাভবান হওয়া যেমন সম্ভব তেমনি দেশীয় প্রজাতির জাত ও রক্ষা করে এর প্রসার ঘটানো সম্ভব হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি,খামারি, উদ্যোক্তা, শিক্ষক, সাংবাদিক সহ নানা, শ্রেণীর পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।স্টোল গুলোতে উন্নত জাতের গবাদি পশু হাঁস মুরগি পালন ও ছাড়াও খাদ্য ভ্যাকসিন আধুনিক যন্ত্রপাতি উপযুক্তির প্রদর্শন করা হয়। মেলায় খামারি ও সাধারণ দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।