1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
তারেক রহমানের অপেক্ষায় দেশ - সংবাদ এইসময়
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

তারেক রহমানের অপেক্ষায় দেশ

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

স্বদেশ প্রত্যাবর্তন স্মরণীয় করতে ব্যাপক আয়োজন
রাজধানীর ৩০০ ফুটে দেওয়া হবে সংবর্ধনা

অনলাইন ডেস্ক

দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৫ দিন পর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর ১২টায় তাদের বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করবে। তারেক রহমানের প্রত্যাবর্তন স্মরণীয় করতে বিশেষ আয়োজন করছে বিএনপি। বিশাল সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে।

এর মধ্যে রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুটে সংবর্ধনা দেওয়া হবে বলে জানা গেছে।
এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে নেতা-কর্মীরা আসবেন। তাদের জন্য সাতটি লাইনে ট্রেন ভাড়া নেওয়ার জন্য আবেদন করেছে বিএনপি। এ ছাড়া বিপুলসংখ্যক মানুষ বাস-ট্রাক ও ব্যক্তিগত যানবাহনে ঢাকায় আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে অভ্যর্থনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী জানান, সংবর্ধনা অনুষ্ঠানে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করতে কমিটি দিনরাত পরিশ্রম করছে।
সংশ্লিষ্টরা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণীয় করে রাখতে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতের পরিকল্পনা করছে দলটি। ইতোমধ্যে গুলশান কার্যালয়ে প্রস্তুতি সভা করেছে দলটি।

গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও। তারেক রহমানের নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’। কেনা হয়েছে বুলেটপ্রুফ গাড়ি। প্রস্তুত করা হয়েছে গুলশানের বাসভবন। নতুন করে সাজানো হয়েছে গুলশান ও নয়াপল্টন কার্যালয়ের কক্ষ।

বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, স্বৈরাচার হাসিনার রোষানলে পড়ে দীর্ঘদিন লন্ডনে নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের ঘোষণায় জেলায় জেলায় তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনার আগেই তৃণমূল নেতা-কর্মীরা নিজেরাই যানবাহন ভাড়া করছেন। শুধু ঢাকা নয়, দেশের সবগুলো জেলা, উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায় থেকে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ সংবর্ধনায় যোগ দেবেন। তাঁরা বাস, ট্রাক, মাইক্রো, লঞ্চ, ট্রেন ও বিমানযোগে আসবেন। উত্তরাঞ্চলের জেলা-উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের গাড়িবহর টঙ্গীর ইজতেমা মাঠে রাখা হবে। সেখান থেকে হেঁটে বিমানবন্দর সড়কে জড়ো হবেন তাঁরা।

সাধারণ মানুষের যানজটের ভোগান্তি এড়াতে তারেক রহমানের ফেরার ক্ষণটি বড়দিনের ছুটিকে বেছে নেওয়া হয়েছে। বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে দলের সিনিয়র নেতারা থাকবেন। আর বিমানবন্দরের বাইরে থেকে পূর্বাচলের ৩০০ ফিট পর্যন্ত বিস্তৃত হবে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল। তবে বিমানবন্দর থেকে তারেক রহমানের এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়ার কথা রয়েছে। সেজন্য বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন। তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ঢাকা অবতরণের আগে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে ৫৫ মিনিট যাত্রাবিরতির পর ফের ঢাকার উদ্দেশে উড়বে বিমান।

এদিকে বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতাল ও গুলশানের বাসভবন পর্যন্ত তারেক রহমানের যাত্রাপথে কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে। এসএসএফের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তাঁর নিরাপত্তা উপলক্ষে মাঠে থাকবে ঢাকা মহানগর পুলিশের সোয়াট টিম ও বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। তাঁর বাসা ও অফিস ডগ স্কোয়াড দিয়ে সুইপিংয়ের মাধ্যমে নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ। গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর ভবনটি কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলবে পুলিশ। সিসি ক্যামেরায় মোড়ানো থাকবে পুরো বাড়িটি।

অনুমোদিত কাউকে এই বাড়ির আশপাশেই ভিড়তে দেওয়া হবে না। তারেক রহমানকে সংবর্ধনায় সারা দেশের নেতা-কর্মীদের আসার সুবিধার্ধে সাতটি লাইন বিশেষ ট্রেন বুকিংয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে বিএনপি। রেলপথ রুটের বিবরণ; ১. কক্সবাজার-ঢাকা, ২. সিলেট-ঢাকা, ৩. জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, ৪. টাঙ্গাইল-ঢাকা, ৫. চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, ৬. পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা, ৭. কুড়িগ্রাম-রংপুর-ঢাকা।

লন্ডন থেকে তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান আসবেন। এ ছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যক্তিগত সহকারী আবদুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা আসবেন বলে জানা গেছে।

বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জানান, জুবাইদা রহমান বর্তমানে ঢাকায় অবস্থান করলেও ২০ ডিসেম্বর লন্ডন ফিরে যান। লন্ডন ফেরার দুই দিন পরই আবার তিনি তারেক রহমানের সঙ্গী হয়ে দেশে ফিরবেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অভ্যর্থনা কমিটির প্রধান সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আমাদের জেলা-উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্দেশনা দিয়েছি তাঁরা কীভাবে ২৪ ডিসেম্বর রাতে কিংবা ২৫ তারিখ সকালের মধ্যে প্রিয় নেতাকে স্বাগত জানাতে ঢাকায় আসবেন।’ তিনি বলেন, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যা কিছু দৃষ্টান্ত আছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরের ইতিহাসে যেন এই রকম ঘটনা না হয়। সেই রকম স্মরণীয় করে রাখার জন্য সব আয়োজন হচ্ছে। উল্লেখ্য ২০০৭ সালে গ্রেপ্তারের পর ২০০৮ সালে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে তিনি পাসপোর্ট নবায়ন করতে পারেননি। সেজন্য ট্রাভেল পাসের আবেদন করেছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট