আব্দুল করিম সোহাগ
রোগের উপসর্গ নয়,বরং মূল কারণ নির্মূল করতে পারলেই রোগ নিরাময় সম্ভব। ঘরোয়া পুষ্টিকর উপাদান খেয়েই হতে পারে রোগমুক্ত সুস্থ জীবন। সেক্ষেত্রে হতে হবে সচেতন। আর এই সচেতনতা ছড়িয়ে দিতেই দেশের একদল তরুণ নিয়েছেন মানবিক উদ্যোগ। চালু করেছেন হেলথ-কেয়ার ব্র্যান্ড ‘নিরাময়’।
রাজধানীর আফতাবনগরে আনুষ্ঠানিভাবে উন্মোচিত হয়েছে নিরাময়-এর কার্যালয়। যেখানে উপস্থিত ছিলেন, নিরাময়ের কো-ফাউন্ডার মহিবুল্লাহ সোহান,মো. মাহমুদুল আমিনসহ দেশের বিভিন্ন বিভাগ থেকে আগত স্বাস্থ্যসচেতন অনেকেই।‘নিরাময়’ উদ্যোগ নিয়ে তরুণরা জানান, পুষ্টির অর্থনীতি বদলে দেশের প্রতিটি কিচেনকে ‘কিচেন ফার্মেসি’তে রূপান্তর করতে চান তারা। স্বাস্থ্যকর মানেই দামি খাবার,ডায়েট শুধু পরিবারের এক বা একাধিক সদস্যদের প্রয়োজন- এই মিথগুলোও ভেঙ্গে দিতে চান। এছাড়া পরিবারের চিকিৎসা ব্যয় কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমাতে কার্যকরী পরামর্শ দেয়ার জন্য নেয়া হয়েছে এমন উদ্যোগ। সেজন্য মিলবে চিকিৎসক কিংবা পুষ্টিবিদদের বিনামূল্যে পরামর্শ।
পরিসংখ্যান বলছে,বাংলাদেশে বার্ষিক চিকিৎসা ব্যয়ের পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা। অবিশ্বাস্য হলেও সত্যি,এই বিপুল অর্থ দিয়ে সিঙ্গাপুর নয় বাংলাদেশেই প্রতি বছর ৪০টি করে মাউন্ট এলিজাবেথের মতো হাসপাতাল নির্মাণ করা সম্ভব! সবচেয়ে এলার্মিং বিষয় হচ্ছে এই খরচের সিংহভাগ প্রায় ৭৩ শতাংশ ৮৭ হাজার ৬০০ কোটি টাকা যাচ্ছে সরাসরি সাধারণ মানুষের পকেট থেকে-যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ।
আকাশচুম্বী এই চিকিৎসা ব্যয়ের চাপ থেকে দেশের মানুষকে মুক্তি দিতে,বছরে ১২ হাজার কোটি টাকা সাশ্রয়ের এক অভাবনীয় মেগা-মিশন নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করল হেলথ-কেয়ার ব্র্যান্ড ‘নিরাময়’।
মো আবদুল করিম সোহাগ
ঢাকা
দেশের অর্থনীতির এই রক্তক্ষরণ বন্ধ করতে কাজ করবে ‘নিরাময়’। নিরাময়ের কো-ফাউন্ডার কামরুল হাসান নিয়াজ বলেন আমরা পুষ্টির অর্থনীতি বদলে দিতে এসেছি। দেশের প্রতিটি কিচেনকে আমরা ‘কিচেন ফার্মেসি’তে রূপান্তর করার জন্য কাজ করছি। স্বাস্থ্যকর মানেই দামি খাবার,ডায়েট শুধু পরিবারের এক বা একাধিক সদস্যদের প্রয়োজন- এই মিথগুলো ভেঙ্গে দিতে চাই। হেলদি লাইফস্টাইল আর সুষম খাবারের সমন্বয়ে যেকোনো পরিবারের চিকিৎসা ব্যয় কমপক্ষে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমানোর সব ধরণের ব্যবস্থা সম্পন্ন করেই আমরা মাঠে নেমেছি।
রোগের উপসর্গ নয়,বরং মূল কারণ নির্মূল করতে পারলেই রোগ নিরাময় সম্ভব। প্রকৃত সমাধান একদম সহজ ও সাশ্রয়ী। দামি খাবার নয়,বরং ঘরোয়া উপাদানেই আছে পুষ্টির ‘পাওয়ার হাউস’। সুস্থতার সহজ,সুন্দর ও সাশ্রয়ী সমাধানের এই বিপ্লবের নিউক্লিয়াসের ভূমিকা পালন করবেন-দেশের নারী সমাজ। দেশব্যাপী সচেতনতা তৈরি আর হেলদি লাইফস্টাইলে সুস্থতার বার্তা ছড়িয়ে দিতে তাদেরকে নিয়ে ব্যাপক কার্যক্রম নিয়ে মাঠে নামছে নিরাময়।
স্বাস্থ্যকর স্বাদ আর সুস্থতার সাশ্রয়ী সমাধানের এই বিপ্লবে দেশের প্রতিটি নাগরিককে এক একজন ‘ফিটনেস ফাইটার’ হিসেবে গড়ে তোলাই হবে নিরাময়ের সার্থকতা। সুস্থ-সবল জাতির সম্মিলিত শক্তিতে দেশের ‘অর্থনীতির আলসার’ নিরাময় করবে – নিরাময়।