জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বার্ষিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ই জানুয়ারি, ২০২৬খ্রি.) সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ এবং অফিসার-ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম সু-সজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অমিত কুমার দাশ, সহকারী পুলিশ সুপার (মানিকছড়ি সার্কেল), খাগড়াছড়ি পার্বত্য জেলা।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে অফিসার-ফোর্সদের সার্বিক শৃঙ্খলা এবং ড্রেসরুলস (Dress Rules) পরিপালন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও, পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার-ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট (Turn Out) এর উপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
এ সময় খাগড়াছড়ি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।