মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর নির্বাচনী পথে বাধা কাটল। রবিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের আপিল বোর্ড তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেন।
এর আগে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ফাহিম চৌধুরী আপিল করলে আপিল বোর্ড বিষয়টি পুনরায় পর্যালোচনা করে এবং তার পক্ষে রায় দেন।
রায়ের মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার সব আইনগত জটিলতা দূর হয়েছে। মনোনয়ন ফিরে পাওয়ার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস দেখা গেছে।