মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
শেরপুরে আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দিয়েছেন অর্ধশত নেতাকর্মী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা শেরপুর সরকারি কলেজ ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে রয়েছেন শেরপুর জেলা এবি পার্টির ছাত্রপক্ষের সদস্য হুসাইন হাবিব, ইমরান হাসান, মো. তামিম, সাব্বির আহমেদ সবুজ, জিসান আহমেদ, আবরার হাসানসহ মোট ৫০ জন নেতাকর্মী ও সমর্থক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল কুরাইশী, সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক নিতামনি আক্তার নিরাসহ জেলা ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এবি পার্টি থেকে ছাত্রদলে যোগদানকারী নেতা হুসাইন হাবিব বলেন, “ছাত্রদলের গঠনমূলক ও আন্দোলনমুখী কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আমরা ছয়জন পদধারী নেতাসহ আমাদের আরও ৪৫ জন সমর্থক শেরপুর সরকারি কলেজ ছাত্রদলে যোগদান করেছি।”
এ সময় ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, “এবি পার্টির নেতাকর্মীরা আমাদের দলের আদর্শ ও কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলে যোগ দিয়েছেন। তাদের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।”