জোবায়ের সোহাগ,
বিশেষ প্রতিবেদক
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামকে সম্মাননা৬ স্মারক প্রদান করা হয়েছে। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়ন, উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ, ডেন্টাল, চক্ষু চিকিৎসা সেবা, কেবিন চালু করুন, সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় স্বেচ্ছাসেবী সংগঠন শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার উদ্যোগে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
মঙ্গলবার (২০জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে এক আলোচনা সভায় তাকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে সম্মাননা স্বারক ক্রেস্ট গ্রহণ করেন সংবর্ধিত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মহিদুল ইসলাম। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অমিও জুতি সাইফুল্লাহ, নার্সিং সুপারভাইজার রহিমা খাতুন, উপসহকারী কমিউনিটি আকলিমা বেগম, স্বাস্থ্য পরিদর্শক প্রসাদ কুমার বর্মন, স্বাস্থ্য সহকারী জিসান আহমেদ, শ্রীবরদী সমাজ কল্যাণ ও রক্তদান সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি সুলতান মাহমুদ সুমন, সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পরশমনি বিশ্বাস, মোল্লা খোরশেদ, সাম সাত সাদিয়া শান্তা মুস্তাফিজুর রহমান, রাব্বি মিল্লাত, শ্রীবরদী মডেল প্রেস ক্লাবের সভাপতি মো: মাসুদুর রহমান, মানবাধিকার কর্মী বিশাল সহ অনেকেই উপস্থিত ছিলেন।