মোহাম্মদ জাকির ইসলাম,শেরপুর প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে শেরপুর জেলার নকলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র সরজমিনে পরিদর্শন করেছেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার জনাব মোঃ তরফদার মাহমুদুর রহমান এবং সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১০ ঘটিকা থেকে অত্র জেলার নকলা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ
ভোটকেন্দ্রগুলো সরজমিনে পরিদর্শনকালে কেন্দ্রের অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটকক্ষ, ভোটারদের প্রবেশ-বহির্গমন পথ ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো-সহ সামগ্রিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তাঁরা এলাকায় উপস্থিত ভোটারদের সাথে কথা বলেন ও ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য উৎসাহ প্রদান-সহ গণভোট সংক্রান্ত প্রচারপত্র বিলি ও মতবিনিময় করেন।
এ সময় সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার, শেরপুর; ডিডি এনএসআই, শেরপুর; নকলা উপজেলা নির্বাহী অফিসার; নকলা থানার অফিসার ইনচার্জ-সহ নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন৷