1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করে আমরা রাজনীতি করি না: এডভোকেট দীপেন দেওয়ান - সংবাদ এইসময়
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় ৪২ কেজি ৪০০গ্রাম গাঁজা সহ একজনকে গ্রে/ফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করে আমরা রাজনীতি করি না: এডভোকেট দীপেন দেওয়ান অশ্রুসিক্ত বিদায়ে বিএফডিসিতে ইলিয়াস জাভেদের শেষ আগমন বান্দরবানে-৩০০ আসনে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত। শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে ২১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মাগুরায় ইসলামিক বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা। শ্রীবরদীতে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় খাগড়াছড়িতে ১১ এমপি প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিলেন রিটার্নিং কর্মকর্তা।

পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করে আমরা রাজনীতি করি না: এডভোকেট দীপেন দেওয়ান

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মোঃ মোশারপ হোসেন সেলিম রাঙ্গামাটি

বিগতদিনে এমপি সাহেবেরা দুর্নীতি উপহার দিয়েছেন মন্তব্য করে রাঙামাটি-২৯৯নং আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, আমি দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সব কাজে স্বচ্ছতা, জবাবদিহিতার আওতায় আনবো। সবক্ষেত্রে সুষম উন্নয়নের জন্য কাজ করবো।

তিনি বুধবার বিকালে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এরআগে সকালে তিনি ধানের শীষের প্রতীক নির্বাচন কমিশন থেকে বরাদ্দ পেয়েছেন। বৃহস্পতিবার পার্শ্ববর্তী জেলার রাঙ্গুনিয়া উপজেলায় জিয়াউর রহমানের মাজারে জিয়ারতের পর তিনি নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান বলেন, আমাদের বহু আকাঙ্ক্ষিত গণতন্ত্র প্রাপ্তির আশায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি একজন পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট প্রার্থনা করবো এবং নির্বাচিত হতে পারলে এই এলাকার অবকাঠামো উন্নয়নসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে পারি সে লক্ষ্যে কাজ করবো এবং এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি। সম্প্রীতি ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, দারিদ্র্য বিমোচন, পর্যটন, কর্মসংস্থান, নারী উন্নয়নসহ সব সেক্টরে উল্লেখ্যযোগ্য উন্নয়নের কাজ করবো। পার্বত্য চট্টগ্রামে যেসব সমস্যা রয়েছে নির্বাচিত হতে পারলে সেসব সমাধানে সকলের সাথে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কাউকে বঞ্চিত করা হবে না।

দীপেন দেওয়ান আরো বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশে এখন খুবই জনপ্রিয়, পার্বত্যাঞ্চল তার ব্যতিক্রম নয়। আমরা যেখানেই যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি। সাধারণ মানুষ আমাদেরকে গ্রহণ করছে।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে যাওয়া দীপেন দেওয়ান বলেন, আমরা পাহাড়ি-বাঙালি এসব বিবেচনা করে রাজনীতি করি না। আমরা সকলকে নিয়ে রাজনীতি করি। আমরা জনগণের জন্য কাজ করি। এখানে ভেদাভেদ করি না। আঞ্চলিক দল কে নির্বাচনে আসলো, আসলো না সেটা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। যেহেতু আমরা জাতীয় রাজনীতি করি, তাই জাতীয় পরিচয় দিতে আমরা বিশ্বাসী।

আঞ্চলিক দল কারো সাথে এলায়েন্স হয়েছে কিনা সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি তো একটা বড় দল, প্রশ্নই উঠে না। তবে যেহেতু আমি প্রার্থী তাই সবার সহযোগিতা এবং সকলের ভোট প্রত্যাশা করি।

তিনি বলেন, পাহাড়ের পরিস্থিতি এখনো শান্ত আছে, তবে কালকে কি হবে সেটা আমি বলতে পারবো না। সময়ের প্রেক্ষাপটে বলে দিবে অবৈধ অস্ত্র আছে কি নাই, অস্ত্র উদ্ধার হবে কি না। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে আমরা কাজ করে যাবো। রাঙামাটির প্রত্যেক মানুষের নিরাপত্তা, সার্বিক উন্নয়ন আমাদের অগ্রাধিকার থাকবে।

স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ঘটনায় সুষ্ঠ তদন্ত দাবি করে দীপেন দেওয়ান বলেন, আমার ওপর হামলার আশঙ্কা করছি না, তবে হবে না সেটাও বলছি না, আমরা সতর্ক আছি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন, ১৭ বছরের দীর্ঘ সংগ্রাম শেষে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নির্দলীয়-নিরপেক্ষ একটি সরকার পেয়েছি। ১৭ বছর ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, এবার মানুষ ভয়ডরহীনভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপজাতীয় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনীষ দেওয়ান, সাবেক সাংসদ ও উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সদস্য সচিব এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, মিডিয়ার কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল ও জেলা বিএনপির উপদেষ্টা রফিক আহমেদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট