মোহাম্মদ জাকির,শেরপুর প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী আবু তালেব মোঃ সাইফুদ্দিন গণভোট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আলোচনা সভা করেছেন।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় শ্রীবরদী পৌরসভার কলাকান্দা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা অংশ নেন।
আলোচনা সভায় আবু তালেব মোঃ সাইফুদ্দিন বলেন, “গণভোটের মাধ্যমে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়া জরুরি। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ভোটারদের সচেতন ও সক্রিয় ভূমিকা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য অর্জনে সবাইকে হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
সভায় বক্তারা গণভোটের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেতন নাগরিকের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে প্রার্থীর পক্ষ থেকে এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করা হয়।