জোবায়ের সোহাগ, বিশেষ প্রতিবেদক
শেরপুরের নকলায় ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনি আচরণবিধি বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে ওই সভা হয়। উপজেলা প্রশাসন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
সভায় নির্বাচনি আচরণবিধি বিষয়ে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি ও নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ।
আরও বক্তব্য এবং নির্বাচনি আচরনবিধি বিষয়ে প্রশ্ন উপস্থাপন করেন বিএনপি প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর প্রতিনিধি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা ও পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. গোলাম কিবরিয়ার প্রতিনিধি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. গোলাম সারোয়ার ও খোরশেদ আলম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুল্লাহ ইবনে কায়েসের প্রতিনিধি হাফেজ সুলতান মাহমুদ।
সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ধৈর্যের সাথে তাদের বক্তব্য শুনেন এবং উপস্থাপিত প্রশ্নের উত্তর দেন।
সভায় নকলা সেনাক্যাম্পের প্রতিনিধি, উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন, এনএসআই এর নকলা উপজেলা কর্মকর্তা মোস্তফা আনোয়ারসহ প্রশাসনের অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে প্রতিনিধি উপস্থিত থাকলেও এবি পার্টির প্রার্থী মোঃ আব্দুল্লাহ বাদশার পক্ষে কোন প্রতিনিধি উপস্থিত ছিলেননা।