জসীম উদ্দিন জয়নাল,
পার্বত্যাঞ্চল প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রামে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. অলি উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউনুছ মিয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর নবী, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক জিরন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ির উন্নয়নের রূপকার ওয়াদুদ ভুইয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, ওয়াদুদ ভুইয়া নির্বাচিত হলে খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পরপরই মাটিরাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে শতাধিক টিম প্রচারণা শুরু করে।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল আরও বলেন, প্রচারণার প্রথম দিনেই ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ভোটাররা বলছেন, তারা ১৭ বছর ধরে নির্বিঘ্নে ভোট দিতে পারেননি। খাগড়াছড়িবাসী সর্বোচ্চ ভোটে ওয়াদুদ ভুইয়াকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে—খাগড়াছড়ি বিএনপির দুর্গ।
একই দিনে মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।