মো আবদুল করিম সোহাগ
ঢাকা
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়েছে অভিনেতা, প্রযোজক ও মিডিয়া উদ্যোক্তা হেদায়েত উল্লাহ তুর্কীকে।
গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার, জনপ্রিয় অভিনেতা এবং লাবণ্য মিডিয়া হাউজের চেয়ারম্যান হেদায়েত উল্লাহ তুর্কীকে সংগঠনটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিনয়, প্রযোজনা ও গণমাধ্যম অঙ্গনে হেদায়েত উল্লাহ তুর্কীর বহুমুখী অবদান প্রশংসনীয়। একই সঙ্গে একজন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তার পেশাগত নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতা তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
সম্মাননা গ্রহণকালে হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, “মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির মতো একটি পেশাদার সংগঠনের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এ সম্মান আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে মাল্টিমিডিয়া রিপোটার্স ইউনিটের সভাপতি শাহরিয়ার নাঈম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক আসগার আলী ইমন, ডিজিটাল রিপোটার্স ফোরামের আহবায়ক দৈনিক ইত্তেফাকের সাংবাদিক তানভীর হাসানসহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমকর্মী, সংস্কৃতিকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।