1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
সাভারে কোন চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী থাকতে দেওয়া হবে না : ডাঃ সালাউদ্দিন বাবু - সংবাদ এইসময়
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পরোপকার মুমিনের ভূষণ যৌথ পরিবারে দাম্পত্য শান্তি বজায় রাখার উপায় তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের পাঁচ দিনব্যাপী ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬’ এর সমাপনী অনুষ্ঠিত সাভারে কোন চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী থাকতে দেওয়া হবে না : ডাঃ সালাউদ্দিন বাবু নলছিটির রানাপাশা ইউনিয়নের বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর জোরালো প্রচারণা শুরু মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি থেকে সম্মানিত হলেন অভিনেতা হেদায়েত উল্লাহ তুর্কী মাটিরাঙ্গায় ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু। শেরপুরের নকলায় নির্বাচনি আচরনবিধি বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাভারে কোন চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী থাকতে দেওয়া হবে না : ডাঃ সালাউদ্দিন বাবু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ,
সাভার ঢাকা।

বিএনপি ক্ষমতায় এলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার বিকেলে সাভারের শহীদ মজনু একাডেমিতে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দোয়া শেষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পায়ে হেঁটে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন মোঃ খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ জেলা ও স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, আজ দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। মাদক ও সন্ত্রাস সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক লায়ন মো. খোরশেদ আলম বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ বুকে ধারণ করেই বিএনপি জনগণের পাশে আছে এবং থাকবে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে পারবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট