1. news@sangbadeisomoy.com : সংবাদ এই সময় : সংবাদ এই সময়
  2. info@www.sangbadeisomoy.com : সংবাদ এইসময় :
বাগমারায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ডা.আব্দুল বারীর ফ্রি মেডিকেল ক্যাম্প - সংবাদ এইসময়
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুনাফিক কত প্রকার ও কী কী নওগাঁয় ৪২ কেজি ৪০০গ্রাম গাঁজা সহ একজনকে গ্রে/ফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশ নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা পাহাড়ি-বাঙালি ভেদাভেদ করে আমরা রাজনীতি করি না: এডভোকেট দীপেন দেওয়ান অশ্রুসিক্ত বিদায়ে বিএফডিসিতে ইলিয়াস জাভেদের শেষ আগমন বান্দরবানে-৩০০ আসনে চার প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা চূড়ান্ত। শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনে ২১ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মাগুরায় ইসলামিক বক্তা আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা। শ্রীবরদীতে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

বাগমারায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ডা.আব্দুল বারীর ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী,বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা.আব্দুল বারী।চিকিৎসা সেবার উদ্বোধন কালে ডা. আব্দুল বারী বলেন, বাগমারার প্রত্যন্ত এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে এ ধরনের চিকিৎসা ক্যাম্প।এ সেবামূলক কার্যক্রম এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। এরই মধ্যে বাগমারার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামের নিম্ন আয়ের অসহায় সুবিধা বঞ্চিত লোকজনের উপস্থিতি বেশি হয়ে থাকে।বিশেষ করে যাদের টাকা-পয়সা আছে তারা বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিতে পারে।এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবার মাধ্যমে তাদের কল্যাণে কাজ করা।বিগত সরকারের সময়ে প্রত্যন্ত এলাকার মানুষ কতটা সুবিধা বঞ্চিত সেটা এই গ্রামগুলোতে না এলে বোঝা যায় না।ডাক্তার আব্দুল বারী আরও বলেন, আমি মানুষের পাশে থেকে প্রায় ৩০ বছর যাবৎ চিকিৎসাসেবা দিয়ে আসছি।ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা:নুরুল ইসলাম চৌধুরী,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা:রেজাউল করীম,উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, গনিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান।দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু,নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা,প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।ফ্রি মেডিকেল ক্যাম্পে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী চিকিৎসা সেবা প্রদান করেন।দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ভবানীগঞ্জ ক্লিনিক।ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক,গনিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহসিন আলী,শ্রমিক কল্যান ফেডারেশন গনিপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি সোহেল রানা,বুজরুক কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস শুকুর,ওয়ার্ড জামায়াতের নেতা সাইফুল ইসলাম,আমিনুল ইসলাম,হোসেন আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট