জিহাদুল ইসলাম জিহাদ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে ও ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোকে নিয়ে ব্যঙ্গাত্মক ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে ইসলামিক বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে মাগুরায় একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে প্রচারিত এক বক্তব্যে মুফতি আমির হামজা আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে অবমাননাকর ও অশালীন শব্দ ব্যবহার করেছেন। এ ধরনের মন্তব্য মর্যাদাহানিকর ও আপত্তিকর বলে দাবি করেন তিনি।