মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫২ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে গাবতলা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কচাকাটা থানা পুলিশের একটি দল গাবতলা বাজারে টহল জোরদার করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার কারণে মোঃ আরিফুল ইসলাম আরিফ (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। তিনি কচাকাটা থানার মাদারগঞ্জ বাজার এলাকার বাসিন্দা এবং মোঃ মকবুল হোসেনের ছেলে।
আটক ব্যক্তিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
কচাকাটা থানার কর্মকর্তারা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও আরও কঠোরভাবে অভিযান অব্যাহত থাকবে বলে তারা প্রতিশ্রুতি দেন।