কাজী নূরনবী নাইস নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ অভিযানে ১২ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাত ১টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীরের নেতৃত্বে একটি টহল দল আলতাদিঘি এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে প্রায় ৩০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় মদগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা রাতের অন্ধকারে মাদক ফেলে পালিয়ে যায়।
নওগাঁ ও জয়পুরহাট সীমান্তজুড়ে মাদক ও গরু পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান রোধে কঠোর অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিজিবির হেফাজতে রাখা হয়েছে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য।